ভাঙ্গা সড়ক নিয়ে দুর্ভোগে পড়েছেন রামদিয়া টু গোপালপুর এলাকাবাসী

রিয়াদুল ইসলাম মোরশেদ, উপজেলা প্রতিনিধি, কাশিয়ানীঃ কাশিয়ানী উপজেলার অন্তগত গোপালপুর টু রামদিয়া বাজার সড়কে মধ্যবর্তী স্থান রামদিয়া অভিযোগ কেন্দ্র  গোপালগঞ্জ পল্লী ইউনিয়ন অফিসের সামনে সড়কের বেহাল দশা।বৃষ্টির কারণে রাস্তার একপাশ পিচ সহ ভেঙে গেছে । অথচ গত বছর এই রাস্তাটি পূর্ননির্মাণ করা হয়। বছর না ঘুরতেই রাস্তার এমন দশা। 

স্থানীয় সূএে জানা যায়, ঠিকমতো রাস্তা মেরামত করা হয় না । রাস্তার জন্য যে বাজেট হয়ে থাকে সেই বাজেট অনুযায়ী কাজ হয় না। এজন্যই প্রতিবার দেখা যায় রাস্তা নির্মাণের পরেও ভোগান্তিতে পড়তে হয় সড়ক গামী পথচারীর। বিশেষ করে এই সড়কটির  ভূমিকা অনেক প্রতিদিন  মালবাহী  ট্রাক,  নসিমন , পিকআপ , অটো ভ্যান, ইজিবাইক ,নানান ধরনের যানবাহন  চলাচল করে এই সড়ক দিয়ে।  রামদিয়া বাজার পাশাপাশি সরকারি এস কে কলেজ নানান প্রয়োজনীয় কাজে বিভিন্ন গ্রামের লোকের চলাচল এই সড়ক দিয়ে । সড়কের বেহাল দশার কারণে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি ছোট বড় দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে ।
স্থানীয়রা জানিয়েছেন, খুব দ্রুত এ সড়কটি পুননির্মাণ না করলে বড় ধরনের বিপদ হতে পারে। উর্দ্ধতন কর্মকর্তার কাছে এলাকাবাসীর জোর দাবি যাতে করে পরবর্তীতে এই ভোগান্তিতে পড়তে না হয় নির্মাণ কাজ টা যেন সঠিক ভাবে হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ