কোন এক ভোরের ঝাপসা আলোয় এসেছিলে,
সাদা কালো মিশ্রিত শাড়ি পরে,
লম্বা চুলে নাম না জানা ফুলের ঘ্রাণ নিয়ে এসেছিলে।
হাতের চুড়ির শব্দ যেন পাখির কোলাহল।
সেই ভোরে তুমি এসেছিলে,আবছায়া হয়ে।
জীবনের সাদাকালো স্বপ্নগুলো রঙিন করে।
আবার প্রকৃতির প্রতি প্রেম জাগিয়েছিলে,
নিজের অজান্তেই তোমায় খুঁজিয়েছিলে।
সুর্যের আলোয় নদীর উজ্জ্বল ঢেউয়ের মতো জ্বলজ্বল করেছিলে,
কতদূর হতেও তোমার সৌন্দর্যের আলো এসেছিলো।
তুমি সুন্দরী নও,
তুমি আধারের উজ্জ্বল আলোর মতো সুন্দরী।
তোমার মুখের চাহনি সেদিন নয়,
আজকে কয়েক যুগ পরেও নয়,শত বছর পরেও আমায় টানবে।