ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ মো. রেজাউল ইসলামের


মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ  নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা।

গণসংযোগকালে তিনি বলেন, ধানের শীষের জয় মানেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে আত্রাই-রাণীনগরের মানুষ বঞ্চিত ছিল, সেই অধিকার ফিরিয়ে আনতেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ বরাবরই জাতীয়তাবাদী শক্তির পক্ষে রয়েছে। কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্রে জনগণের ভোটের জোয়ার থামানো যাবে না। ব্যালটের মাধ্যমেই সকল অন্যায়ের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ভোটকেন্দ্রে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে শেখ মো. রেজাউল ইসলাম বলেন, উন্নয়নের সুষম বণ্টন ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ