রহমতউল্লাহ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৪ জুন) রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান ।
উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল (৩০) ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা (২৮) দুজনেই ঘটনাস্থলে মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটন্যার সত্যতা নিস্চত করে বলেন - আপাল ও পঁচা উপজেলা কুসুম্বা এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।