ময়মনসিংহ ৩৩ নং ওয়ার্ড এ ভিটামিন- 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু

আবুল হাসনাত রাতুল, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায়  ময়মনসিংহের ৩৩নং ওয়ার্ড এ শনিবার সকালে ৫ থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন- 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এ সময় ৩৩নং ওয়ার্ড এর কাউন্সিল মোঃ শাহজাহান মনির আনুষ্ঠানিকভাবে একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যকর্মী ও সেচ্ছাসেবী এ কার্যক্রমে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মহোদয়ের কার্যালয়ে ৫ বছরের কম শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।আগামী ০৭.০৬.২০২১ রঘুরামপুর  নলোয়াপাড়া, ০৮.০৬.২০২১ রঘুরামপুর সবজিপাড়া ইঞ্জিনিয়ার  মুজিবুর  রহমানের  বাড়ি, ১০.০৬.২০২১ রঘুরামপুর  চিকামারী আবুল হাশিম সাহেবের বাড়ি,১০.০৬.২০২১ মাঝিপাড়া এস এ মডেল স্কুল, ১২.০৬.২০২১ রঘুরামপুর পূর্বপাড়া কমিউনিটি  ক্লিনিক ইত্যাদি স্থানে ভিটামিন এ ক্যাপসুল  খাওয়ানো হবে। সার্বিক  সহযোগিতায় ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মহোদয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ