বড়লেখায় মানববন্ধন,অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১২/০৬/২০২১.ইং: রোজ শনিবার সকাল ১০.ঘটিকার দিকে পৌর শহরের চৌমুহনী এলাকার বড়লেখা সরকারি কলেজের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, অসংখ্য ছাত্রছাত্রীর শিক্ষাজীবন দীর্ঘ সময় ধরে একই বর্ষে আটকে আছে। দেড় বছর ধরে ইস্কুল,কলেজ বন্ধ থাকায় সেশনজট হচ্ছে। চাকরির ক্ষেত্রে বয়সের দিক থেকে পিছিয়ে পড়ছি। অর্থনৈতিক সঙ্কট বাড়ছে শিক্ষার্থীদের। এ ছাড়া আমাদের মধ্যে মানসিক চাপ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই ক্লাসে ফিরতে চাই।সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ