নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় করোনা সংক্রমন রোধে লোহাগড়া বাজার এলাকায় মোবাইল র্কোট পরচিালনা করা হয়ছে।

১২ জুন শনিবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহি র্কমর্কতা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রোসলনিা পারভিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।লোহাগড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রোসলনিা পরভীর জানান, মোবাইল র্কোট পরচিালনা কালে গণপরিবহনে সরকারি নির্দেশ অমান্য করে অধকি যাত্রী নেওয়া এবং স্বাস্থ্য বিধি না মেনে চলার অপরাধে মোট ৪ হাজার ১০০ টাকা জরমিানা আদায় করা হয়। এদিকে পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়, ও স্বাস্থ্য বিধির বিষয়ে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ