দুরন্ত মন : জাহান আরা খাঁন কোহিনূর



 আমি কতটুকু ভালো আছি হিসেব কষিনা ভবে,

দুরন্ত মন ছুঁটে যেতে চায় সবুজ অরন্যে, পাখিদের কলতানে,

নদীর দুরন্ত ঢেউ হ'য়ে ছুঁটে যাবো সাগর পানে,

শরতের রানী হয়ে সোনা ঝরাবো কাশ বনে,

নব প্রভাতের সুর্য হবো,তাঁরা নক্ষএের আলো হয়ে পুর্নিমার দোলায় দুলে

পৃথিবীকে দিয়ে যাবো আলো,

আমি সুরভিত ফুল হয়ে সুগন্ধ ছড়াবো,

আমি রং ধনুর রং হয়ে আকাশের শোভা বাড়াবো,

আমি বৃষ্টি হয়ে ধরনীকে নতুন রুপে সাজিয়ে দেবো,

আমি হিমেল বাতাস হয়ে বনের ঘুম ভাঙাবো,

আমি সোনালি ফসল হয়ে কৃষকের মুখে হাসি ফোটাবো,

আমি কবিতায় মন ডুবিয়ে দেখে নেবো সবার মনের অলিগলি,

আমি কতটুকু ভালো আছি হিসেব কষিনা ভবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ