গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার অন্তর্গত ৫ ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ইউনিয়ন গুলো হলো ১ নং ছনধরা,২নং রামভদ্রপুর ৩নং ভাইটকান্দি ৭নং রহিমগঞ্জ ৮নং রুপসি।
ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং সাংগঠনিক সকল কার্যক্রম দূর্বল হওয়ার কারণে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় দল ও সংগঠনকে সক্রিয় রাখার জন্য উপজেলা শাখার কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করতে অতি শীঘ্রই কমিটি গঠন করা হবে।