খুলনা বিভাগীয় প্রেসক্লাব,যশোর সদর উপজেলা শাখার দ্বি বার্ষিক কমিটি গঠিত


প্রেস বিজ্ঞপ্তিঃ খুলনা বিভাগীয় প্রেসক্লাব,যশোর  সদর উপজেলা শাখার দ্বি বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ১৯/০৭/২৫রোজ শনিবার বিকাল৷ তিনটার  সময়, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় যশোর কারবালা রোডস্থ সাংবাদিক  মোঃ মতিয়ার রহমান, এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন কে এম নুরুল আমিন, সোহরাব হোসেন মুক্ত খান সাদিউর রহমান আব্দুল গনি তানভীর আহমেদ সুমন শহীদ এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ মোঃ সোহরাব, হোসেন সভাপতি মুক্ত খান সাধারণ সম্পাদক, ২১ সদস্য দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষণ। বস্তনিষ্ট  সাংবাদিকতা, সাংবাদিকদের মান উন্নয়নের। অপসংবাদিকতা দূরীকরণের বিষয় নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। আর কোন  আলোচনা না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানাইয়া সভার কার্যক্রম শেষ করা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ