মো. আওলাদ হোসেন, ভোলা: ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য মুফতি ফজলুল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ মোটরসাইকেল শোডাউন। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিনের হেলিপোর্ড এলাকা থেকে শুরু হওয়া এ শোডাউনে প্রায় তিন হাজার মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বিপুল সংখ্যক নেতা–কর্মী অংশ নেন।জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় সজ্জিত এ মহড়া ভোলা-২ আসনের বেশিরভাগ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনটি শেষে দৌলতখানের বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ মাঠে এসে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। পুরো সময়জুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা অংশগ্রহণকারীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।
দৌলতখান উপজেলা আমির হাসান তারেক হাওলাদার বলেন, “দেশে যে সরকারই ক্ষমতায় এসেছে, কেউই জনগণের ভাগ্য বদলাতে পারেনি। বরং দুর্নীতি বেড়েছে। জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এখন মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় জনগণ এখন জামায়াতের দিকে ঝুঁকছে।”মহড়া শেষে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি ফজলুল করিম বলেন, “জনগণ ভোট দিলে জামায়াতে ইসলামী গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সুবিচারভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আল্লাহর আইন ও সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে পাঁচ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ভোলা–২ আসনে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি জনগণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”এ কর্মসূচিতে জেলা মজলিসে শূরা সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, দৌলতখান উপজেলা আমির হাসান তারেক হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
