| কেশবপুর শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মোক্তার আলী |
কেশবপুর (যশোর) সংবাদদাতা :- কেশবপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২১ নভেম্বর বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, শ্রমিকরা দেশের মুল চালিকা শক্তি, দক্ষ শ্রমিকরা পারে দেশের উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখতে, অথচ শ্রমিকরা আজ অবহেলিত, বঞ্চিত, শোষিত , নিষ্পেষিত। জমায়াত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেক খান।সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম,জেলার অন্যতম নেতা আশিক উল্লাহ,উপজেলা জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক তবিবুর রহমান প্রমুখ।
দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে সমবেশ স্হান কানায় কানায পূর্ণ হয়ে যায়।