কেশবপুরে দিনদুপুরে বাড়ি থেকে৩ লক্ষাধীক টকার মালামাল চুরি


কেশবপুর (যশোর)সংবাদদাতাঃ
কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ২৩ মাইল জোড়া পুকুর পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলাম সরদারের বাড়ি থেকে তালা ভেঙ্গে নগত ১লক্ষ ২০ হাজার টাকা ,স্বর্নালংকার কম্বল শাড়ী কাপড় সহ প্রায় ৩ লক্ষা লক্ষাধীক টাকার মালামাল চুরি করে নিযে গেছে। বড়ির মালিক  জানায় ১৯ নভেম্বর দুপুর ১২ টার দিকে গৃহকর্তারা ঘওে তালা লাগিয়ে বাড়ি থেকে অনতি দূরে সিদ্বধান শুকাতে যায়। বেলা ২টার দিকে এসে দেখেন ঘরের তালা ভেঙ্গে উল্লেখিত মালা মাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সূত্র জানায়।
মোল্যা আব্দুস সাত্তার।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ