মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃ বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্লু ড্রিম গ্রুপ এর মালিক ও লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঊলা গ্রামের কৃতি সন্তান, স্বপ্নীল চৌধুরী সোহাগ এর পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে মাস্ক, এবং গণমাধ্যমকর্মীসহ যুবকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ব্লু ড্রিম এর মালিক স্বপ্নীল চৌধুরী সোহাগ নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন স্থানে প্রাই ৩৬ হাজার মাস্ক ও বিভিন্ন গণমাধ্যম কর্মী ও যুবকদের মাঝে ৪৭০ পিচ রেইনকোট বিতরণ করেছেন।এছাড়াও তিনি সারা বাংলাদেশ ব্যপি ৫ লক্ষ মাস্ক,ও ৩ হাজার রেইনকোট বিতরণ করেন।উল্লেখ্য, ব্লু ড্রিম এর মালিক ও ঊলা গ্রামের কৃতিসন্তান স্বপ্নীল চৌধুরী সোহাগ এলাকায় মসজিদ মাদ্রাসার উন্নয়ন,ও যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত রয়েছেন।