রাণীশংকৈলে কাঁঠাল গাছ থেকে পড়ে ৫ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

কলিন চন্দ্র (ইতু) রায় ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈলের ৫ নং বাচোর ইউনিয়নের  আমজুয়ান নামক গ্রামে কাঁঠাল গাছ থেকে পড়ে এক ছাএীর  মৃত্যু হয়েছে। গতকাল সোমবার(৫ জুলাই) বিকালে  ঘটনাটি ঘটে।

কাঁঠাল গাছ থেকে পড়ে মারা যাওয়া মৃত শিশুটি হলেন আমজুয়ান গ্রামের মাজাহারুল ইসলামের মেয়ে  জিসা আক্তার(১০)।স্হায়ীয় সূত্রে জানা যায়, জিসা আক্তার আমজুয়ান প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।  শিশুটি বাড়ির পাশে একটি ছোট কাঁঠাল গাছে উঠলে বেখেয়ালে হঠাৎ  করে পা পিছলে পড়ে যায় এবং ঘটনা স্থলেই তৎক্ষণাৎ শিশুটির মৃত্যু হয়।

ইউপি সদস্য ফারুক হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে বলেন, আমিও শুনেছি বাচ্চাটি তাদের একটি ছোট কাঁঠাল গাছে উঠেছিল, গাছ থেকেই পরে গিয়ে সে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ