নাভারণের ফল মার্কেটের সামনে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই


যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা  উপজেলার নাভারন বাজারে  ফল মার্কেটের সামনে, ১১/০৭/২৫রোজ শুক্রবার আনুমানিক সন্ধ্যা ছয়টা ৩০ ঘটিকায়, জাতীয় দৈনিক ভোরের চেতনার যশোরের বিশেষ প্রতিনিধি, ও দৈনিক সমাজের কথার নাভারন প্রতিনিধি সাংবাদিক মোঃ আমিনুর রহমান, অসুস্থ পুত্রের জন্য ফল ক্রয় করার সময়, মোহাম্মদ আজগার হোসেন বুনো, পিতা নুরুল হক, গ্রাম দক্ষিণ বুরজ বাগান, নাভারন বাজার শার্শা যশোর, এর নেতৃত্বে চার পাঁচ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র লইয়া, সাংবাদিক আমিনুর রহমানের উপর হামলা করে, শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে ফোলা যখম করে। ডাক চিৎকার দিলে,লোকজন আগাইয়া  আসিলে সন্ত্রাসীরা সাংবাদিক আমিনুরের ঢাকা মেট্রো - ল -১৭-৩৫০১পালসার মোটরসাইকেল আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৫ হাজার  টাকা ছিনতাই করিয়া লইয়া যায়। সাংবাদিক আমিনুর স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নাভারনে নিজ  বাড়িতে অবস্থান করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজগর হোসেন বুনো, বিএনপি'র যুবদলের সন্ত্রাসী ক্যাডার, ইতিপূর্বে তার বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজি অনেক অভিযোগ রয়েছে।  এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম রবিউল ইসলামের সাথে মুঠোফোনে  যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি আমি অবগত আছি, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব, এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়,শার্শা  থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ