জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সমাবেশের ডাক

নিউজ ডেস্কঃ সারাদেশে স্থাপিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন যাবত বিনা বেতনভাতায় প্রতিবন্ধী ছেলেমেয়েদের শিক্ষা, বিনোদন, থেরাপি সহ মানসিক বিকাশ নিয়ে কাজ করে আসছে। উক্ত প্রতিবন্ধী বিদ্যালয় সরকারের পক্ষ থেকে স্বীকৃতি ও এমপিওভূক্তি করার জন্য বারবার পদক্ষেপ নিলেও বিগত ৫ বছরে তা এখনও কার্যকর হয়নি। যার কারণে বর্তমানে প্রায় ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী খুবই দূঃখ কষ্টে মানবেতর জীবন যাবন করে আসছে। সেই সাথে প্রায় ২ লক্ষাধিক প্রতিবন্ধী শিশু কিশোর শিক্ষা, বিনোদন ও থেরাপি সহ নানান সুযোগ সুবিধা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 

ফলশ্রুতিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ আগামী ২১ জুলাই ২০২৫, সোমবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দিয়েছেন।

তিনি বলেছেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের কাগজে-কলমে মূল্যায়ন করলেও বাস্তবে তাদের পিছিয়ে রাখা হয়েছে। সে জন্য তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে প্রতিবন্ধী বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তি করা গুরুতর প্রয়োজন। কেননা প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা করা অত্যান্ত ব্যয়বহুল যা সরকারী অর্থায়ন ছাড়া কখনও সম্বব নয়। তাই আপনারা আমাদের সাথে যোগ দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য ১৭৭২ টি প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তি করণে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণে সমাবেশে কর্মসূচিতে যোগ দিন এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন এবং উক্ত সমস্যার সমাধানে আমাদের পাশে থাকুন। আপনার আশেপাশের সবাইকে উক্ত সমাবেশে কর্মসূচিতে যোগদানের জন্য উৎসাহিত করুন। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ