![]() |
নওগাঁর আত্রাইয়ে প্রশাসনিক তৎপরতা অব্যাহত |
মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে করোনা মহামারির সংক্রমন কমিয়ে আনতে সরকার ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছেন। সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে শুক্রবার উপজেলার নওদুলি এবং সমসপাড়া হাটে সেনা সদস্যদের সাথে নিয়ে অভিযান চালান ইউএনও ইকতেখারুল ইসলাম। এসময় বিধিনিষেধ অমান্য করায় তিন জন দোকানি, পথচারী ও যানবাহনের চালককে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে আছি। মাস্ক বিহিন অপ্রয়োজনে বাড়ীর বাহিরে বের হলে আইনের আওতায় নেয়া হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চান তিনি।