শৈলকুপা আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষ
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৮ টি মামলা দায়ের, জরিমানা আদায়
রাবেয়া খাতুন সাহিত্যসম্রাজ্ঞী ছিলেন : মোমিন মেহেদী
যশোরের পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সদের কীট প্যারেড অনুষ্ঠিত
পটিয়ার নাইখাইনে সমাজ সেবক দিদারুল আলম এর ক্রীড়া সামগ্রী বিতরণ
আশাশুনিতে চেয়ারম্যান ডালিমের বহিষ্কার ও গ্রেফতারের দাবীত মানববন্ধন
শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলো সোস্যাল কেয়ার অব নেশন
গাবুরায় পিতৃ পরিচয় না পেয়ে স্কুলে ভর্তি হলেন শিশু নিলা
নড়াইলের পল্লীতে রেজিস্ট্রেশন বিহীন সমিতি ,জনগনের লাখ লাখ টাকা আত্মসাৎ
পটিয়া পৌর ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সন্মেলনে নতুন কমিটি ঘোষণা
কালীগঞ্জ উপজেলাসহ লালমনিরহাট জেলার সর্ব স্তরের মানুষকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
ইঁদুর গর্তে রিজিকের সন্ধানকারী সোহেলের পাশে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
আমেরিকান প্রবাসীর লালমনিরহাটবাসী সহ দেশের সকল স্তরের মানুষকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
বগুড়ায় শীতের কুয়াশা ভেজা মাঠে সরিষা ফুলে হলুদের বাহার
মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃনিচে সবুজ উপরে হলুদ। শীতের কুয়াশা ভেজা মাঠে সরিষার ফুল ফুটেছে। বগুড়ায় মাঠের পর মাঠ এখন হলুদ রঙে সেজেছে। কুয়শার জলরাশি ভেদ করে সবুজ মাঠের দেশে এবার হলুদের সমারাহ। যেন চিত্রশিল্পি রং তুলি দিয়ে আল্পনা এঁেকছে হলুদের।কৃষি অফিস বলছে, শীত যতটা বাড়বে ততই ফলন বাড়বে বগুড়ায়। আর সরিষা চাষিরা স্বপ্ন নিয়ে বুক বেঁধে আছে ভাল ফলন পাওয়ার আশায়। চলতি রবি মওসুমে বগুড়া জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন আশা করছেন সরিষা চাষীরা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় এবার ২৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৬৫০ মেট্রিনক টন সরিয়ার তেল। কিন্তু, আবহাওয়া ভালো থাকায় চাষ হয়েছে ২৬ হাজার ৯৬৫ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে সরিয়ার তেল উৎপাদন ধরা হয়েছে ১ দশমিক ৪৬ মেট্রিক টন। গত বছর জেলায় চাষ হয়েছিল ২৩ হ্জাার ১১৫ হেক্টর। এবছর চাষের জমি বেড়েছে। সে কারণে ফলনও বেড়ে যাবে। এর সাথে শীত জেকে বসায় সরিষার ভাল ফলনের কথা বলছে সরিষা চাষিরা। কৃষি অফিসের মতে জাতীয় ফলন লক্ষ্যমাত্রার চেয়েও জেলায় ফলন বেশি পাওয়া যায়।
বগুড়ার কৃষি কর্মকর্তারা জানান, বগুড়ায় উচ্চ ফলনশীলজাত ও আবহাওয়ার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভাল ফলন পাওয়া যাবে। অন্য ফসলের মত সরিষা চাষ বেশ লাভ জনক। বাড়তি ফসল হিসেবে এ অঞ্চলে সরিষা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরছে ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং সরিষার ভালো মূল্য পেলে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন কৃষিবিদরা। বগুড়ার সরিষা চাষিরা জানান, শীত আসবার আগে থেকেই স্থানীয় চাষিরা শীতকালিন সবজির পাশাপাশি সরিষার চাষ করে থাকে। দেশে সরিষার চাহিদা এবং বাজারে সরিষার দাম থাকায় চাষিরা উৎসাহিত হয়ে সরিষা চাষ করে যাচ্ছে। জমিতে লাগানো সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য মাঠে-প্রান্তরে শোভা পাচ্ছে।