আব্দুর রাজ্জাক: ফরিদপুর জেলা সমবায় অফিসার আলম হোসেন ও বোয়ালমারী উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন এর বিরুদ্ধে স্বজন প্রীতি, সমবায় ব্যাংক,ফরিদপুর এর নির্বাচনী কাজে তফসিল ভঙ্গ,দুর্নীতি, অনিয়ম, প্রকৃত সমবায়ীদের হয়রানী, নিস্ক্রিয় সমিতিকে অসৎ উদ্দেশ্যে রাতারাতি কাগজে কলমে সক্রিয় করা ও ব্যাংকের নির্বাচনে পক্ষপাতিত্বের বিরুদ্ধে ১২টি সমবায় সমিতির নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে সমবায় অধিপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহেই উক্ত তদন্ত কমিটি সরেজমিনে তদন্তে আসবে বলে জানা গেছে। অভিযোগ যাচাই-তদন্ত কমিটি গঠনের স্মারক নম্বর ৯৩৭(১৮),তাং ৩০/০৭/২০২৩ইং তারিখ।ফরিদপুর জেলা সমবায় অফিসার আলম হোসেন সমবায় সমিতি আইনের ক্ষমতার অপব্যবহার করে একটি পক্ষের দ্বারা প্রভাাবিত হয়ে তাঁর পছন্দের অ-সমবায়ী প্রার্থীকে সমবায় সমিতি আইন ভঙ্গ করে তাঁকে সভাপতি পদে বিজয়ী করার জন্য উক্ত কমিটির সভাপতি মো:আফজাল হোসেন যোগসাজসে দুর্নীতি,ঘুষ গ্রহনসহ তাঁদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবৎ।
উল্লেখ্য, উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন চাকুরীতে নিয়োগ পাওয়ার পর হতে প্রায় ২৪ বছর ফরিদপুর জেলা কার্যালয়,সদর কার্যালয়সহ ফরিদপুর জেলায় কর্মরত রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বিগত ০৪/০৩/২০১৭ সালেও ফরিদপুরের সমবায়ীরা দুর্নীতির অভিযোগ করেছিল। তবে, সে সময় তিনি সমবায় অধিদপ্তরকে ম্যানেজ করে সে যাত্রায় রক্ষা পান বলে সমবায়ীরা জানান আমাদের । বর্তমানে সমবায়ীরা উক্ত দুকর্মকর্তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে তাঁদের জেলা প্রশাসক কার্যালয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রেক্ষিতে নোটিশ দেয়া হলেও তাঁরা সেখানেও হাজির হন নাই বলে সমবায়ীরা আমাদের জানান। উক্ত দুই বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে একজন সমবায়ী ইতিমধ্যে দুর্নীতি দমন কমিলম ও তালাশ টিমে অভিযোগ পাঠিয়েছেন বলে জানা গেছে।