নবীর আদর্শ -মাওঃ তাজুল ইসলাম নাহীদ

অজু করি নামাজ পড়ি
আয়রে সবে আয়রে,
নামাজ ছাড়া ওপার দেশে
বাঁচা হবে দায়রে।

আমরা শিশু গড়বো জীবন 
খোদার দেওয়া মতে,
যাবো না কো ভুল করে ও 
বাঁকা কোনো পথে।

প্রিয় নবীর আদর্শতে
গড়বো নিজের দেহ,
চাই না কভু আসুক তাতে
নাক গলাতে কেহ

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ