স্টাফ রিপোর্টারঃ নওগাঁতে স্বামী স্ত্রী পরিচয়দিয়ে বাসা ভারা নেওয়ার কয়েক ঘন্টা পড়ে স্বামীর লাশ।নওগাঁতে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভারা নেওয়ার পড়ে স্বামীর লাশ নওগাঁতে জেলা শহরের গতকাল বুধবার দিনগত রাত সারে ১১টারদিকে নওগাঁর শহর অবস্থিত বউ বাজার নামক এলাকায় জুলেখা আক্তার এর বাসায়।স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘন্টা পরে স্বামী পরিচয় দানকারী যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।ঘটনার পর থেকে স্ত্রী পরিচয় দানকারী নারীটি পলাতক রয়েছেন।নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলা সদর শহরের কোমাইগাড়ি এলাকার আঃ মালেকের ছেলে মিলন হোসেন (৩১)
মৃতদেহ এর খবর স্থানিয়রা পুলিশকে জানালে, নওগাঁ সদর মডেল থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার পূর্বরাতে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করেন।নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলা সদর শহরের কোমাইগাড়ি এলাকার আঃ মালেক এর ছেলে মিলন হোসেন (৩১)বাসা মালিক জুলেখা আক্তার এর ছোট বোন রুমা আক্তার জানান, বুধবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তার এর বাসা ভাড়া নেয় এবং বুধবার দুপুরে তারা স্বামী-স্ত্রী বাসা পরিস্কার এর কাজ ও করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা।এরপর রাত ১০টার দিকে জানালা দিয়ে ঘড়ের ভেতর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার করেন।মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, মৃতদেহ এর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এঘটনা উদর্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, যদিও বা প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকন্ড। তবে ঘটনার পর থেকে তার স্ত্রী যেহতু পলাতক রয়েছে তাকে গ্রেফতারের পাশাপাশি ঘটনা উদর্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে।