মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ আত্রাইয়ের আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে বাধ ভেঙেছে গিয়েছে।নওগাঁর আত্রাইয়ের ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন লগীপুরের বেরি বাধটি ভেঙে নন্দনালী পাকা রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।বান্দাইখাড়া হতে আত্রাইয়ের মেইন রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে শত শত বাড়ি ঘর পানিতে বন্দী হয়ে পরেছে। জানা যায় গতকাল মঙ্গলবার দিবাগত ভোররাতে লগিপুরের বেরিবাধটি ভেঙে যায়।
বাঁধটি ভেঙে যাবার পর পানিতে লগিপুর গ্রামের বাসিন্দারা পানি বন্দীহয়ে পরে, এতোটাই প্রভাবিত পানি যে আত্রাই টু বান্দাইখাড়া পাকা রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে,হাজার হাজার জনগণ উপস্থিত থেকে দেখতেছেন।বেরি বাধটি আটকানো গেলে হাজার হাজার বিঘা জমি ধান রক্ষা পাবে। চেষ্টা চালিয়ে যায়তেছে বাধটি আটকানোর জন্য।এদিকে বান্দাইখাড়া বাজার সংলগ্ন গরুস্থানের পার্শে বিপদজনক যেকোন সময় ভেঙে যেতে পারে সকল জনগণ আটকানোর চেষ্টা চালিয়ে যাইতেছে এখনো ভালো আছে যদি ভেঙে যায় বান্দাইখাড়া বাজার প্রায় ৫৫০ টি দোকান রহিয়াছে বিপদ গ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।