মিঠুন রাজ, স্টাফ রিপোর্টার:আজ এমন এক মহান মানুষের জন্মদিন যার তুলনা,প্রশংসা,সুনাম,তার কর্মের গুণগান করার জন্যে অভিধানের শব্দমালা যথেষ্ট হবেনা। তিনি মানবতাবাদী,মানবতার মহান সেবক,তিনি মানবতাবাদীদের লিডার,সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল,হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যক্তি,রক্তমানব,প্রকৃতি প্রিয় সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার সৈনিক নামেই জনপ্রিয়। পিরোজপুর জেলার অন্যতম স্বেচ্ছাসবী সংগঠন "জীবন ফোটা" এর এডমিন লুবনা আহমেদ এর জন্মদিনে জানাই জম্মদিনের শুভেচ্ছা ও রক্তিম ভালবাসা। হাজারো বছর বেঁচে থাকুন মানবতার সেবায়। নিজেকে মানবসেবায় নিয়োজিত রাখুন আজীবন।
আপনার ভালবাসায় অভিভূত, সেই ভালবাসা চলতে থাকুক অবিরামভাবে। আপনার জন্য সবসময় শুভ কামনা থাকবে। নিজের লক্ষ্যে এগিয়ে যান,সফলতা আসুক জীবনে। আজকে হাজারো মানুষের ভালোবাসা পেয়েছেন বিভিন্ন মাধ্যমে। কেউ সুন্দর কবিতা লিখে, কেউ সুন্দর সুন্দর ক্যাপশন লিখে, কেউ বা আবার সামনাসামনি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনার সার্বিক সুস্থতা কামনা করি,দোয়া রইলো আপনার জন্যে।
জম্মদিনের শুভ কামনায়,মিঠুন রাজ, গণমাধ্যম কর্মী ও রক্ত যোদ্ধা।