শাকিল আহমেদ (বিশেষ প্রতিনিধি) সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীতে গোসল করতে নেমে নাজিফা (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।শনিবার (১৫ জুন) দুপুরের দিকে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ নাজিফা উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মধ্য জোতপাড়া গ্রামের মো. নাছির উদ্দীনের মেয়ে।স্থানীয়রা জানান, দুপুরে সমবয়সী চাচাতো বোন এরিন এর সঙ্গে নদীতে গোসলে করতে নামে নাজিফা।
হঠাৎ পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়।অনেক খুঁজেও কোনো সন্ধান না পেলে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়।ফায়ার সার্ভিস কর্মীরা জানান উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।