মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন


আজহারুল ইসলাম মোহনগঞ্জঃ  রাব্বি হত্যার ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নেত্রকোণার মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   (৬ মার্চ) বৃহস্পতিবার বিকালে পৌর শহরের স্টেশন রোড মোড়ে মোহনগঞ্জ পৌর মাছ ও কাঁচা বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। 

মানববন্ধনে গোলাম রাব্বির মা রত্না আক্তার,কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিনা কারণে পরিকল্পিতভাবে আমার রাব্বিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে আমি আমার ছেলের হত্যাকারীর ফাঁসি চাই।১৪ মাসের মেয়ে বাচ্চা নিয়ে মানববন্ধনে উপস্থিত রাব্বির স্ত্রী বলেন আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। তিনি আরো বলেন, আমার স্বামীর হত্যার বিচার দেখে যাতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়।

মানববন্ধনে রাব্বির বাবা মো. আনিছ মিয়া বলেন, আসামিগণ প্রভাবশালী হওয়ায় মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করার জন্যে আমাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমতবস্থায় আমি আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছি। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হাসান জকি ও প্রীতি আক্তার এবং ব্যবসায়ী প্রতিনিধি রেলওয়ে পৌর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ২রা মার্চ রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় রাব্বি। এ মামলায় এজহারভুক্ত ১১জন আসামির মধ্যে ইতিমধ্যে সুজন, রাফি ও পলাশ নামের তিনজন আসামিকে গ্রেপ্তার করতে আদালতে সোপর্দ করেছে পুলিশ।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ