ফলনশীল বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান। শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্যামনগর উপজেলার আহবায়ক শাহিনুর রহমান (শাহীন) ও মাইট প্যারাডাইস স্কুলের পরিচালক দিদারুল ইসলাম রাজু।
শাহিনুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের দেশে রয়েছে ১৫ ভাগেরও কম। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় এলাকা সুরক্ষিত হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান বলেন, উপকূলকে সুরক্ষিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে এ বৃক্ষরোপণ কর্মসূচিকে সাদুবাদ জানাই। আশা করছি এই কর্মসূচির মাধ্যমে উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত হবে। উপকূলীয় অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছি।