মানবিক সাহায্যের আবেদন


নাম মোঃ ফাহিম হোসেন,পিতা: সহিদুল্লাহ,গ্রাম ও পোষ্ট: গুলবাগপুর,থানা: ঝিকরগাছা,জেলা: যশোর। আজ থেকে প্রায় ২০ দিন আগে একটি ইজিবাইকের সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। বর্তমানে তিনি নিউরসাইন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

ফাহিমের বাবা অত্যন্ত গরীব, চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই আমরা সবার কাছে বিনীত অনুরোধ করছি, বিশেষ করে গুলবাগপুর গ্রাম সহ দরশ বিদেশ  সকলের কাছে, যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।

💳 বিকাশ / নগদ / রকেট: ০১৭৯৯২২২২৪৪

📱 রোগীর মায়ের নাম্বার: ০১৬১৪১৩৫৩৮৪ (উনার সাথে কথা বলে সরাসরি গিয়েও সাহায্য প্রদান করতে পারবেন)

আপনাদের ছোট্ট 50/100/500 টাকার সহায়তা ফাহিমের জীবন বাঁচাতে বড় অবদান রাখতে পারে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ