বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) একটি টহলদল যশোর কোতোয়ালী থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৮৩১গ্রাম ওজনের ৫পিস স্বর্ণেরবার পাওয়া যায়। একই সাথে দুইটি মোবাইল ফোন ও নগদ ১৫হাজার ৭শত টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য-১,২২,২৫,৬৭২/- এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত বাহাত্তর টাকা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি'র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
যশোরে ৫পিস স্বর্ণেরবার,আটক-২
জাকির হোসেন।। যশোরের হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা হতে ৮৩১ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ ২স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ আগষ্ট) সকাল ৯টায় যশোরের কোতোয়ালী থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজবাড়ি জেলার সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুর জেলার নাড়িয়া উপজেলার শুভগ্রাম গ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।