নেছারাবাদে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত, হাসপাতালে ভ্যাকসিন সংকট

রাজশাহী ব্যুরোঃ

নেছারাবাদে (স্বরূপকাঠী) উপজেলার বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার কৌরিখাড়া, সুটিয়াকাঠি, অলংকারকাঠি, সোহাগদল ও সারেংকাঠিসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার গ্রাম ও হাট-বাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে গুরুতর আহত তিনজন—ফিমা, আশরাফুল ও হিজবুল্লাহ—কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।আহতদের মধ্যে রয়েছেন—নুসরাত (৮), মো. মনির (৩৭), আলিফা (৫), ইয়ামিন (৩), ফেরদৌসি বেগম (৪৫), আশরাফুল (১১), লিমন (১৯), হিজবুল্লাহ (৮), আমর (১১), মরিয়ম (২), আব্দুল্লাহ (৫), সেলিম (৬৩), বর্ণা (১৯), মিম (৭), ফিমা (৮), শাহানা (৪৫) এবং পার্শ্ববর্তী বানারীপাড়া থানার লবণসারা গ্রামের তাইন (১৯)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, "হাসপাতালে ১৭ জন চিকিৎসা নিয়েছেন, আর গুরুতর আহত তিনজনকে বরিশাল পাঠানো হয়েছে। তবে কুকুরের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন (রেবিস ভ্যাকসিন) সরবরাহ না থাকায় রোগীদের তা দেওয়া সম্ভব হয়নি।"স্থানীয়রা দ্রুত বেওয়ারিশ কুকুর নিধন এবং হাসপাতালে জরুরি ভিত্তিতে প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ