সাগরদাঁড়ি পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব

সাগরদাঁড়ি পরিদর্শন করছেন  পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব 
কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশেরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লী  পরিদর্শন করলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে সরকারি সফরে সাগরদাঁড়ীর মধুপল্লীতে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 
এরপর তিনি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) পৈত্রিক বাড়ি, দেবালয়, মধুসূদন জাদুঘর ও কপোতাক্ষ নদসহ  সাগরদাঁড়িতে অবস্থিত বিভিন্ন ভৌত অবকাঠামো পরিদর্শন করেন। এসময়  তিনি এখানকার নান্দনিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন। পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব পারভেজ মল্লিক ও নিগার সুলতানা।  কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান, আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ