মানিকগঞ্জে নৌকাবাইচের প্রস্তুতি : শান্তিপূর্ণ আয়োজনে মতবিনিময় সভা


স্টাফ রিপোর্টার, আব্দুর রাজ্জাকঃ আজ মানিকগঞ্জ বেউথাঘাট এলাকা নৌকাবাইচের রঙে সাজছে কালীগঙ্গা নদী। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ আগস্ট শহরের কালীগঙ্গা নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসকের বক্তব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা । তিনি বলেন-নৌকাবাইচ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই আয়োজন সফল ও আনন্দঘন করতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”সভায় যারা ছিলেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আতিকুর মামুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)গিয়াস উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনার বিষয়বস্তু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকা ও নাবিকদের নিরাপত্তা দর্শনার্থীদের সুবিধা ও শৃঙ্খলা নদীপাড়ে নিরাপত্তা বেষ্টনী ও নিয়ন্ত্রণ ব্যবস্থা


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ