মোহনগঞ্জে শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

আজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে দেলোয়ার হোসেন (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল সোমবার বিকালে উপজেলার পানুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বন্ধগোমরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের দুলভ মিয়ার মেয়ে তামান্না আক্তার তাসলিমাকে(২৮) বিয়ে করেন দেলোয়ার। তারপর থেকে শ্বশুর বাড়িতে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন তিনি। তাদের সংসারে কোন সন্তান নেই। সম্প্রতি জায়গা ক্রয় করে সেখানে একটি পাকা ভবন তৈরি করেন দেলোয়ার।  গতকাল সোমবার বিকালে নবনির্মিত ভবনে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিদ্যুৎ না থাকায় সংযোগ চালু রেখেই হাত দিয়ে তার জোড়া দিচ্ছিলেন দেলোয়ার।  হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতের তারে জড়িয়ে থাকেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল বলেন, খবর পেয়ে দেলোয়ারের বাবা-ভাইসহ পরিবারের লোকজন কিশোরগঞ্জ থেকে এসেছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ