খুলনা সোনাডাঙ্গা থানা এলাকায় চলে মাদকের রমরমা বাণিজ্য

ডেস্ক রিপোর্ট:  খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় মাদকের রমরমা বাণিজ্য শুরু হয়েছে। মাদকের প্রভাবে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। মাদক বাণিজ্যের নেপথ্যে রয়েছেন স্থানীয় মনিরুজ্জামান মনিসহ ৪/৫ জন। এব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানা অভিযোগ দিয়েছে এলাকাবাসী।  তবে একটি পক্ষ বলছে, সোনাডাঙ্গা থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এমন অভিযোগ উত্থাপন করছে। যার কোন ভিত্তি নেই।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় মাদকের রমরমা বাণিজ্য শুরু হয়েছে। যারা আগে মাদক ব্যবসা করতো তারা সরে গেলেও সেই স্থান দখল করেছে স্থানীয় মনিরুজ্জামান মনিসহ আরও বেশ কয়েকজন। সোনাডাঙ্গা থানা এলাকার শতাধিক পয়েন্টে তারা মাদকের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ বিষয়ে ৫ জনের নামসহ ৪০/৫০ জন'কে অজ্ঞাতনামা উল্লেখ করে গত ৩ অক্টোবর সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বানরগাতী এলাকাবাসির পক্ষে মোঃ নাজিম। 
অভিযোগে বলা হয়েছে, ২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে মনিরুজ্জামান মনির নেতৃত্বে বানরগাতী ও সোনাডাঙ্গা থানা এলাকায় প্রায় ৪০টি পয়েন্টে ইয়াবাসহ বিভিন্ন মাদকের স্বর্গরাজ্য পরিচালিত হয়ে আসছে। যা দেখভাল করছে উপরোল্লিখিত অন্যান্য অভিযুক্তরা। এতে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পরছে যুব সমাজ। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এলাকাটি অপরাধের কেন্দ্র বিন্দুতে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অভিযুক্তরা প্রভাবশালী ও অস্ত্রধারী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। 
এ বিষয়ে মনিরুজ্জামান মনি বলেন, এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। সামাজিকভাবে আমাকে হেয় করতে এবং যুবদলের কমিটিতে যাতে আমি যেতে না পারি সেজন্য আমার প্রতিপক্ষরা এমন ধরনের অভিযোগ করে চলেছে। যার কোন ভিত্তি নেই।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ