কেশবপুর (যশোর) সংবাদদাতা: কেশবপুরে প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২১'শ প্রান্তিক কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সরকারি বিনামূল্যের বীজ ও সার তুলে দিয়ে এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন জানান, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২১০০ কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজী করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষকেরা এ বছর আগাম সরিষার বীজ ও সার পেয়েছেন। ফলে সময় মত লাগাতে পারবে, ফলনও ভালো হবে। তারা সার, বীজ পেয়ে খুশি।