কেশবপুর যুব জামায়াতের উদ্দোগে নির্বাচনী জনসভা


কেশবপুর (যশোর) সংবাদদাতা:- যশোর -৬ কেশবপুর পাজিয়া ডিগ্রী কলেজ মাঠে জামায়াতে ইসলামী কেশবপুরের যুব জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে  যশোর ৬ কেশবপুর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুক্তার আলী বলেন বাংলাদেশকে  সত্যিকারে অর্থে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামী আদর্শভিত্তিক ন্যয় সমতা মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য। জামায়আত ইসলামী সেই লক্ষ্যেই আত্মনিবেদিত ভাবে কাজ করছে জন্মলগ্ন থেকে। জামায়াতে ইসলাম বিশ্বাস করে আল্লাহ ভীতির ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রই পারে দুর্নীতি ও অনাচার মুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে। তাই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে হলে জামাযাত ইসলামের বিকল্প নেই। এজন্য এবার  সকলকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, অধ্যাপক তবিবুর রহমান, প্রভাসক তাজাম্মুল ইসলাম( দিপু) আয়াতুল্লাহ খামিনি, মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ