ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা,সভাপতি মামুন, সম্পাদক রায়হান


মিরসরাই প্রতিনিধিঃ 
মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা কৃষক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মো. মামুনকে সভাপতি এবং জাহেদুল ইসলাম রায়হানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন এবং সদস্য সচিব আবু দাউদ স্বাক্ষরিত কমিটির অন্য সদস্যরা হলেন যথাক্রমে— সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম, সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি শাহ্ আলম সহ-সভাপতি মো. আরিফ, সহ-সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মেহেরাজ ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন সহ-সাধারণ সম্পাদক শ্যামালাল, সহ-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মোশারফ, সহ-সাধারণ সম্পাদক মো. হাকিম, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক শাফায়াত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক আলাউদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সওদাগর, সহ-দপ্তর সম্পাদক মো. জাহেদ, কোষাধ্যক্ষ নুর ইসলাম, সহ-কোষাধ্যক্ষ দিদারুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক মো. মিজান, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. নাজিম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য মো. কামাল উদ্দিনসহ স্থান পেয়েছে ৫১ জন।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, দীর্ঘদিন পর ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে ইউনিয়নে নতুন করে সাংগঠনিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। কৃষকদের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কমিটির মাধ্যমে তৃণমূলের কৃষক নেতাদের মধ্যে কর্মউদ্দীপনা বাড়বে, তারা আরও বেশি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমে অংশ নিবেন বলে আশাবাদী।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ