বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান


মোঃ মুরাদ হোসেন, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি: যশোর সদর উপজেলার বসুন্দিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল শান্তি সংঘের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বানিয়ারগাতী গ্রামে নিজস্ব কার্যালয় চত্বরে কম্বল ও শীত বস্ত্র বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।প্রতি বছরের মতো এবারও শীতের মৌসুমে বসুন্দিয়া ইউনিয়নের দুস্থ্য ও দরিদ্রদের মাঝে ৫০০ টি কম্বল ও শিশুদের ২৫০ টি শীতবস্ত্র প্রদান করা হয়। এবং দ্বিতীয় অধিবেশনে ইসলামিক সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রিপন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর খান। 

বসুন্দিয়ার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৩ তারকা শিক্ষার্থী রাকিবুল হাসান, ইমতিয়াজ আহমেদ জিম ও মাহাথির আহমেদ পিয়াস কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের প্রচার সম্পাদক মামুন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, ইসলামী আন্দোলনের বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি হাফেজ শাহিদুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা তবিবুর রহমান, বসন্ত ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রায়হান পারভেজ, আরো উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল শান্তি সংঘের সিনিয়র সদস্য আব্দুল আলিম, ভারপ্রাপ্ত সভাপতি ইমরান নাজির ইমন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ