প্রেসক্লাব বসুন্দিয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের জিরো টলারেন্স ঘোষণা


মো: মুরাদ হোসেন , বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি: যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়ার সভাকক্ষে শনিবার রাত সাড়ে ৮টায় রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিরা কর্মরত সাংবাদিকদের সাথে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে মাদকদ্রব্য ও মাদক কারবারীদের প্রতিরোধ করে জিরো টলারেন্সে নেওয়ার ব্যাপারে নিজে নিজে জায়গা থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন বলে মতামত ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। প্রাথমিকভাবে আইনানুপ প্রক্রিয়ায় ৯ সদস্যের একটি মাদকবিরোধী কমিটির খসড়া করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন বসুন্দিয়ার প্রতিটি গ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসন চলছে। মাদকের ছোবলে কিশোর, ছাত্র ও যুবকরা ভয়ংকর ভাবে আসক্ত হচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে গোটা সমাজ ব্যবস্থা। যার প্রভাব পড়ছে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনার উপর। বাড়ছে চুরি ছিনতাই সহ বিভিন্ন ধরনের খুন-খারাবি। তাই এখনই সময় মাদক নির্মূলে সকলের সক্রিয় হওয়া। 

সম্প্রতি বানিয়ারগাতী গ্রামে সিংগিয়া রেলওয়ে স্টেশনের পাশেই আব্দুর রাজ্জাক এর পরিবার প্রতিবেশী মাদক কারবারি নজরুল, জহুরুল, শহিদুল গং দের নির্যাতনে ও খুন জখমের প্রকাশ্য হুমকিতে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবারের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিতা বার্ষিক পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারেনি। আব্দুর রাজ্জাক নিজের পরিবারকে নিরাপদ রাখতে বসতবাড়ি ও ব্যবসায়িক মালামাল খুইয়ে, কোতোয়ালি থানায় অভিযোগ করলেও এলাকার কেউই পুলিশের পক্ষ থেকে কার্যকরী কোন পদক্ষেপ দেখতে পাইনি। আব্দুর রাজ্জাক ও তার পরিবার নিজেদের নিরাপত্তা ও আইনের প্রয়োগ চেয়ে সংবাদ সম্মেলন করেছে। এরপরও পরিবারটি নিজ বাড়িতে বসবাস করতে পারছে না।

প্রেসক্লাবে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন যশোর সদর উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক মোঃ শফিয়ার রহমান শফী, জামায়াতে ইসলামীর বসুন্দিয়া ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, এন সিপির সংগঠক মোঃ বিল্লাল হোসেন, ইমাম ও উলামা পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মাখিবুর রহমান, বানিয়ারগাতি হিলফুল ফুজুল শান্তি সংঘের সভাপতি মোঃ ইমন হোসেন, বসুন্দিয়া যুব সংঘের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক মো: মুরাদ হোসেন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান পারভেজ, সদস্য রেজা পারভেজ, সৈয়দ মাসুম বিল্লাহ এবং বসুন্দিয়ার বিভিন্ন অঞ্চলের সামাজিক ব্যক্তিবর্গ।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ