নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

রাজশাহী ব্যুরো

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বদলগাছি থানার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৪) নামে এক ব্যক্তির লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী জলিল মন্ডল (৫০) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একজন পলাতকসহ তিনজনের বিরুদ্ধে বদলগাছি থানায় মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ