নওগাঁর আত্রাইয়ের শুঁটকি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জে শুঁটকির ব্যাপক উৎপাদন চলছে। বন্যার কারণে জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে, ফলে শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন মাছের আড়তে ভোর থেকেই মাছ কেনাবেচা চলছে।
ব্যবসায়ীরা জানান, গত বছর বন্যা না হওয়ায় মাছের সংকটে লোকসান হয়েছিল। তবে এবার মাছের আমদানি বেশি, দাম কম এবং শুঁটকির বাজার ভালো থাকায় তারা লাভের আশা করছেন। আত্রাইয়ের ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকি তৈরিতে বিশেষভাবে খ্যাত। এখানকার শুঁটকি ঢাকাসহ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রামসহ দেশের ২০–২৫টি জেলায় বাজারজাত হচ্ছে।
স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নিলে শুঁটকি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়বে।