কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কেশবপুর (যশোর) সংবাদদাতা: কেশবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল আমতলা নামক স্থানে এঘটনা ঘটে। এরমধ্যে মুমূর্ষু অবস্থায় ২জনকে খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার ভ্যান চালক কোবাদ আলী যাত্রী নিয়ে কেশবপুর শহরের দিকে যাচ্ছিল। দুপুরের দিকে পিছন দিক থেকে একই এলাকার ওয়েজকুরুনি নামের এক ব্যক্তি দ্রুত মটর সাইকেল চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে ভ্যান চালক কোবাদ আলী ও ওয়েজকুরুনি দুদিকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কোবাদ আলীর ও হাসপাতালে নেওয়ার পর  ওয়েজকুরুনির মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ