নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর সক্ষমতা যাচাইয়ে ইউজিসির প্রতিনিধি দল পরিদর্শন
রাজশাহী ব্যুরো
নওগাঁবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন নওগাঁ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল। আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আগত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে একাডেমিক কার্যক্রম চালুর সক্ষমতা যাচাই করেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণে এ সময় সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি দলটির কাছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর জন্য জোরালো সুপারিশ করা হয় এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পরিদর্শনকালে জেলা পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
নওগাঁ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করে নওগাঁ জেলার গর্বে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।