শ্রীউলায় বেড়ীবাঁধে সেনাবাহিনী কে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাশ্রমে নির্মান চলছে





আহসান উল্লাহ বাবলু , আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত 

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি  ভাঙ্গন কবলিত ভেড়ী বাঁধের নির্মান কাজ  করা হয়েছে।সোমবার  বাঁধ রক্ষার জন্য রিং বাঁধের কাজ এগিয়ে নেওয়া জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য  শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের আহবানে শ্রীউলা ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ  ওয়াপদা (ভাঙ্গা) ভেড়ি বাধে অংশ গ্রহণ করে এবং বিকল্প রিং বাঁধের কাজে অংশ নেয়। অাগামী ৩দিনের মধ্যে রিং বাধের ৯০ভাগ সম্পন্ন হবে বলে জানাগেছে। বাংলাদেশ সেনাবাহিনীককে সহযোগিতায় করার জন্য ইউপি চেয়ারম্যান সাকিলের নেতৃত্বে হাজার হাজার জনগণ সেচ্ছাশ্রমে বাঁধ নির্মানের কাজ চলমান রেখেছে। উল্লেখ্য, ঘুর্ণিঝড় আমফান এর আঘাতে ভেড়ি বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছিল। আম্ফানে শ্রীউলা ইউনিয়নের ৫টি  ভেড়ি বাঁধ ভেঙ্গে শ্রীউলা ইউনিয়ন প্লাবিত হয়।এসময় উপস্তিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরুন চক্রবতী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ