আর.জে মিজানুর রহমান ইমন, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ২৭ই জুলাই সোমবার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ । পাঁচ বার নির্বাচিত এম.পি ভাষা সৈনিক মরহুম শামছুল হক সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠান শুরু করা হয় । উক্ত আয়োজন শুভ উদ্ভোধন করেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার । এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক কাজল সরকার, ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেত্ববৃন্দ সহ আরো অনেকেই ।
বিশেষ অথিতি বিশেষ উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা উপজেলা যুবলীগের আহব্বায়ক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মনির মিয়া সহ আওয়ামী অঙ্গসংগঠন ও সামাজিক সংগঠনের নেত্ববৃন্দ । তারাকান্দা উপজেলা কমপ্লেক্স মাঠ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পুস্পস্তবক অর্পন করেন আয়োজন শেষ করা হয় ।
