শৈলকুপায় গ্রামবাসী কে হেয় প্রতিপন্ন করে ফেসবুকে পোস্ট,গ্রামবাসীর প্রতিবাদ





সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের নাম উল্লেখ্য করে একই উপজেলার চণ্ডিপুর গ্রামের মৃত লাল্টু শাহের ছেলে বিশ্ব বাটপার, চোর সৈকত ইসলাম নামের একটা ছেলে Jhenaidah Dristice  গ্রুপে একটা পোস্টে বাজে ভাবে, বেড়বাড়ি গ্রামের সকল মা বোন কে নিয়ে কমেন্ট করেছে। বেড়বাড়ি গ্রাম বাসির এই বিষয় নিয়ে খুব উত্তেজিত হয়ে আছে। যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই বিষয় নিয়ে আমি শৈলকুপা থানা ওসি সাহেবর সাথে কথা বলেছি, তিনি আমাকে  সকল প্রমাণ নিয়ে থানায় জিডি করতে বলেছেন। ঐই একই ছেলে বেড়বাড়ি গ্রামের একটা মেয়েকে গাড়াগঞ্জ বাস স্টাণ্ডে মহাসড়কে শতশত লোকের মাঝে শানিলতাহানি করতে চাই।এই নিয়ে তখন দুই গ্রামের মুরব্বিদের নিয়ে বিষয় টা মিমাংসা করা হয়।কিন্তু আজ সেই একই ছেলে কর্তৃক  আবার ফেসবুকে পোস্ট করার জন্য বেড়বাড়ি গ্রাম বাসি তার তীব্র নিন্দা ও কঠোর  শাস্তি দাবি করছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ