পটুয়াখালীতে চাঁদাবাজি ও সাংবাদিকদের নির্যাতনসহ একাধিক মামলার আসামি মোসারেফ গ্রেফতার





নাঈমুর রহমান কুয়াকাটা (পটুয়াখালী)  প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার কুয়াকাটার  পৌরসভার বর্তমান  মেয়র ও লতাচাপ‌লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই কুখ্যাত সন্ত্রাসী  মোশারেফ মোল্লাকে গ্রেফতার করেছে মহিপুর থানা  পুলিশ꫰

পুলিশ সূত্রে জানাযায়, তিনি ছিলেন একাধিক জমি দখল  সন্ত্রাসী  মামলাসহ মহিপুরে একাধীক সাংবাদিকদের  নির্যাতন সহ চাঁদাবাজি মামলার প্রধান আসামি মোশারেফ মোল্লা দীর্ঘদিন পুলিশের চোখকে ফাকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে আত্নগোপন করে  ছিল ꫰ 

 গত মঙ্গলবার (২৮ জুলাই-২০২০ ইং) দিবাগত রাত সাড়ে ১২টার সময় নিজ বাড়ি় আলীপুরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম  হয়।

এছাড়া ও মোশারেফ মোল্লা একক ক্ষমতার প্রভাব খাঁটিয়ে সাধারণ মানুষকে জিম্মি ক‌রে জোরপূর্বক অন্যের জমি দখল করা ও কাউকে তোয়াক্কা না করেই চলছিল। মানুষকে হয়রানী তার পেশা ও নেশা ছিল। এদিকে গ্রেফতারের খবর পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে ꫰

এবিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান স্বত্যতা স্বীকার করে প্রতিবেদককে জানায়, আসামি মোশারেফ মোল্লা দীর্ঘদিন পুলিশের চোখকে ফাকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে ছিল ꫰ তাই গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গভীর রাএে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় ꫰ এবং আজ বুধবার তাকে জেলহাজতে প্ররন করা হয় বলে  তিনি জানান ।।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ