সিরাজগঞ্জ বাগবাটিতে সরকারি গাছ বিক্রি করলেন সাবেক অধ্যক্ষ




মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ঢলডোব
কালিমন্দিরের পাশে সরকারি মুল্যবান গাছ
বিক্রি করলেন বাগবাটী আব্দুল্লাহ আল মাহমুদ
ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী নির্মল
চন্দ্র দত্ত। পরিবেশ বান্ধব দুইশত বছরের পুরানো
আম গাছটি কেটে ফেলায় ওই জায়গায় গভীর
গর্তের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা অচল
হয়ে পড়েছে।
বাগবাটী ভুমি কর্মকর্তা মোছা. নাজমা
খাতুন কর্তৃনকৃত সরকারি গাছটি জব্দ করে
সহকারী ভুমি কর্মকর্তা বরাবর ব্যবস্থা গ্রহনের
প্রতিবেদন দাখিল করবেন বলে জানান তিনি।
অভিযোগে জানা যায়, তিন গ্রামের মানুষের
চলাচলের প্রধান রাস্তা ঢলডোব সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিনে রাস্তার সংলগ্ন
দুই’শ বছরের পুরাতন আম গাছ গত ১৯ জুলাই
শনিবার সাবেক অধ্যক্ষ শ্রী নির্মল চন্দ্র দত্ত
গাছটি পাইকারের নিকট বিক্রি করে দেন।
পাইকার গাছটি কেটে ফেলেন।
স্থানীয়রা গাছ কাটার বিষয়টি সাংবাদিকদের
অবগত করলে সাংবাদিক স্থানীয় ভুমি অফিসকে
অবগত করেন। ভুমি কর্মকর্তা সরকারি
গাছটি জব্দ করেন এবং ব্যবস্থা গ্রহনের জন্য
উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন
দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
স্থানীয়দের অভিযোগ পরিবেশ রক্ষাকারি দুই’শ
বছরের পুরাতন গাছটি ঢলডোব কালিমন্দির ও
সরকারি রাস্তার পাশে ছিল। শ্রী নির্মল চন্দ্র দত্ত
টাকার লোভ সামলাতে না পেরে গাছটি বিক্রি
করে দেন।
স্থানীয়রা আরো জানান, গাছটি কর্তনের
কারনে বৃষ্টির পানিতে ওই জায়গায় গভীর গর্তের
সৃষ্টি হয়ে একদিকে যোগাযোগ ব্যবস্থা অচল
হয়ে পড়েছে অপরদিকে চলমান রাস্তার নির্মান
কাজ বন্ধ হয়ে এলাকার মানুষের চলাচলে
ভোগান্তীর সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসির অভিযোগ নির্মল চন্দ্র দত্ত একজন
স্বার্থপর ও লোভী ব্যক্তি। তিনি ঢলডোব চলমান
নির্মান রাস্তার মাটি জোরপুর্বক বাড়িতে
নিয়ে যান। তার দেখাদেখি এলাকাবাসি রাস্তার
প্রায় ৩০ থেকে ৩৫ ট্রাক মাটি রাস্তা থেকে
সরিয়ে ফেলেন। এতে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে রাস্তার
নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে নির্মল চন্দ্র দত্ত বলেন, ওই জায়গার সকল
কিছু আমাদের পুর্ব পুরুষেরা ভোগ দখল করে
আসছিল। তারই জের ধরে গাছটি বিক্রি করা
হয়েছে।
এ বিষয়ে ঢলডোব কালিমন্দিরের সভাপতি শ্রী
সমরেন্দ্র কৃঞ্চ দত্ত জানান, গত ১৫ দিন আগে
প্রবল বর্ষণে গাছের পাশ থেকে মাটি সওে
গিয়ে গর্তেও সৃষ্টি হয় এতে গাছটি হেলে
পরে। এলাকার মানুষের জানমালের ক্ষতি থেকে রক্ষা
করতে এ গাছ বিক্রি করা হয়েছে।
একজন সচেতন ব্যক্তি সাবেক অধ্যক্ষ নির্মল চন্দ্র
সরকারি গাছ নিয়ম বহির্ভুত ভাবে বিক্রি করার
বিষয়টি আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান
এলাকাবাসি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ