কুড়িগ্রামে পথের দিশারী যুব ও ছাত্র সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসুচী পালিত



কৃষ্ণ সরকার পীযূষ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আজ ২৭ শে জুলাই রবিবার কুড়িগ্রামের উলিপুরে পথের দিশারী যুব ও ছাত্র সংঘের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 'সবুজ অরন্যে ভরে উঠুক আমাদের উলিপুর' এই স্লোগানকে সামনে রেখে  ৩০ দিন ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

প্রথমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির   উলিপুর উপজেলা শাখা কেক কাটা শেষে  বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের উপজেলা শাখা উলিপুর গন কবরসহ উলিপুরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করে।


কর্মসূচি তে অংশগ্রহণ করেন  সংগঠন টির উলিপুর উপজেলা শাখার  রাসেদ, ওবায়দুল, আকাশ, সালমান, বাধন

সহ উলিপুর সরকারি কলেজ শাখার আতাহার আলি, সজীব, নাহিদ  রনিসহ সকল সদস্যগণ।


সংগঠনটির পরিচালক শেখ রকিবুজ্জামান রাকিব কুড়িগ্রাম জেলার সকল উপজেলা এবং কলেজ শাখা কে বৃক্ষ বিতরন এবং রোপন কর্মসূচি পালন করতে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ