ছাত্রলীগ কর্মী মফিজুলের নেত্বতে নাগরপুরে ভাঙ্গা রাস্তায় সাঁকো করে দিলেন।





হাসান সাদী নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের নয়াপাড়া থেকে গয়হাটা বাজারের মেইন রাস্তা বন্যার পানির কারণে অনেক ভেঙ্গে যায় এ রাস্তায় প্রতিদিন  প্রায় ৫ হাজার মানুষের চলাচল করে। রাস্তা ভাঙায় চলাচল করতে বিপাকে পড়েন স্হানীয় জন সাধারন। ছাত্রলীগ কর্মী মফিজুরের নজরে আসার সাথে সাথে স্হানীয় ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে ভাঙ্গা রাস্তায়  সাঁকো নির্মাণ করে দেন। 

জানা গেছে, পার্শ্ববর্তী ইউনিয়ন বেকড়া, শান্তিনগর সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫ হাজার মানুষের চলাচল এ সড়ক ধরে। বন্যার পানির কারণে অনেকাংশেই তলিয়ে গেছে সড়কটি, অধিক স্রোতের কারণে এই জায়গায় পুরোপুরি ভেঙ্গে যায়। স্থানীয় জনগণকে তাই পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ। জনগণের দুর্ভোগ লাঘবে সোমবার নাগরপুর উপজেলা ছাত্রলীগের কর্মীদের সহায়তায় এই সাঁকো নির্মাণ করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম (আবির) বলেন, জাতির যে কোনো দুর্যোগ-সংকটে বাংলাদেশ ছাত্রলীগ বরাবরই সামনে থেকে নেতৃত্ব দেয়। অতীত ইতিহাস তা-ই বলে। জনগণের ভোগান্তি লাঘবে মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নিয়েছি। মানুষ উপকৃত হলেই আমাদের পরিশ্রম সার্থক।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ